ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের দুই ছবি, হল পাচ্ছেন না নির্মাতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের দুই ছবি, হল পাচ্ছেন না নির্মাতা

 স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের দুই ছবি, হল পাচ্ছেন না নির্মাতা

মার্চের প্রথম সপ্তাহে মুক্তি পাবে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ এবং আরেফিন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। কিন্তু হঠাৎ করেই নির্মাতারা দাবি করলেন, ভারতীয় চলচ্চিত্র ‘পাঠান’ এ সপ্তাহটিতে মুক্তি পেতে পারে, এজন্য প্রদর্শকরা এ ছবি দুটির বিষয়ে নির্মোহ হয়ে পড়েছেন এবং কিছু হল মালিক অতি উৎসাহী হয়ে ৩ মার্চ মুক্তির তারিখ ঘোষণা করে পোস্টার টাঙ্গিয়েছে তাদের সিনেমা হলে।

এরমধ্যে রয়েছে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলও। আর এ কারণেই হল বুকিং পেতে মারাত্মক বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ‘ওরা ৭ জন’ নির্মাতা! পক্ষান্তরে চলচ্চিত্র প্রদর্শক সমিতির কর্মকর্তা মিয়া আলাউদ্দিন বলেছেন, ‘পাঠান’ যদি আসে, তাহলে আগে যাবে সেন্সরে। সেন্সর থেকে পাস হবে। তারপর আসে মুক্তির ব্যাপার। এটা সময় সাপেক্ষ। এরপর আমরা সিদ্ধান্ত নেব ছবিটি চালাব কি চালাবো না।’

স্বাধীনতার মাস মার্চে যেন হিন্দি সিনেমা মুক্তি না পায় সেজন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খোলা বার্তা’ দিয়েছেন খিজির হায়াত খান। ঐ বার্তায় নির্মাতা বলেছেন, ‘প্রথমে ভাষার মাসে, আর এখন স্বাধীনতার মাসে তারা হিন্দি সিনেমাকে এই দেশের সিনেমা হলে মুক্তি দেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে। একটা ‘পাঠান’ এই মুহূর্তে দেশের সংবিধান, আমদানি নীতির বিপক্ষে গিয়ে হুট করে কোনও আগাম বার্তা না দিয়ে হলে মুক্তি দিলে, না আমাদের হল বাঁচবে, না দেশের কোনও সত্যিকারের ফায়দা হবে। হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী ও দেশবিরোধী মানুষ টাকা বানাবে। আর মাঝে আমরা যারা জীবন দিয়ে বাংলা সিনেমা বানানোর লড়াই করে যাচ্ছি, তারা হেরে যাবো।’

বিদেশি ছবি মুক্তি পাওয়ার আগে যথাযথ প্রস্তুতি, ঘোষণা এবং পরিকল্পনা সাজানো জরুরি বলেও মনে করেন তিনি। যাতে বাইরের সিনেমা আনতে গিয়ে নিজের সিনেমার ক্ষতি না হয়।

‘ওরা ৭ জন’ সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, শাহরিয়ার ফেরদৌস সজীব, খালিদ মাহবুব তুর্য, হামিদুর রহমান, শিবা শানু, আজম খান প্রমুখ।

এদিকে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এমন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়া আরো রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

এনবিএস/ওডে/সি