ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

লিগ ওয়ানে এবার তোয়ার বিপক্ষেও জয়বঞ্চিত পিএসজি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৯ মে, ২০২২, ০৪:০৫ পিএম

লিগ ওয়ানে এবার তোয়ার বিপক্ষেও জয়বঞ্চিত পিএসজি

লিগ ওয়ানে এবার তোয়ার বিপক্ষেও জয়বঞ্চিত পিএসজি


ফ্রেঞ্চ লিগে ঘরের মাঠে তোয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এই নিয়ে চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জেতা পিএসজি প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়ের কাছাকাছি গিয়েও অনেকটা দুর্ভগ্যজনক ভাবেই ড্র নিয়ে মাঠ ছাড়লো। 

ঘরের মাঠে এদিন লিড পেতে বেশি সময় অপক্ষে করতে হয়নি স্বাগতিকদের। খেলায় ষষ্ঠ মিনিটেই পিএসজিতে এগিয়ে নেন দলটির ব্রাজিলিয়ার তারকা মর্কুইনহোস। পরে এমবাপেকে ডি বক্সের ভেতর তোয়ার ডিফেন্ডার ব্রোউন ফাউল করলে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পাঁচ মিনিট পরই তোয়ার হয়ে ব্যবধান কমান উগডো।

 ২-১ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই পিএসজি ডিফেন্ডার তোয়ার রিপার্টকে ডি বক্সের ভেরত ফাউল করলে পেনাল্টি থেকে গোল করে তোয়াকে সমতায় ফেরান টারডাউ। পরে পিএসজি একাধিক সুযোগ হাতছাড়া করলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসি-নেইমারদের পিএসজির।