ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বাংলাদেশকে যদি আপনি হালকাভাবে নেন, তাহলে আপনি বোকা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৯ মে, ২০২২, ০৪:০৫ পিএম

বাংলাদেশকে যদি আপনি হালকাভাবে নেন, তাহলে আপনি বোকা

বাংলাদেশকে যদি আপনি হালকাভাবে নেন, তাহলে আপনি বোকা

বাংলাদেশের চেয়ে টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কা অপেক্ষাকৃত ভালো দল। তবে ঘরের মাঠে টাইগারদেরকে হালকাভাবে নিতে চায় না শ্রীলঙ্কা। দলটির অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ মনে করছেন, ঘরের মাঠের বাংলাদেশকে যারা হালকাভাবে নিবে তারা যেন বোকাদের দলে। 

তিনি বলেন, বাংলাদেশ বেশ শক্ত দল, আপনি যদি তাদের হালকাভাবে নেন তবে নিজেকে বোকাদের দলে যুক্ত করলেন। বাংলাদেশকে হারাতে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে, পারফর্ম করতে হবে, দক্ষতা দেখাতে হবে এবং পরিকল্পনার প্রয়োগ করতে হবে। আর আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা আমরা করবো।

উল্লেখ্য, শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩ মে মিরপুরের হোম অব ক্রিকেটে খেলবে।