ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে ভিড়ল দু’টি ইরানি যুদ্ধজাহাজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম

ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে ভিড়ল দু’টি ইরানি যুদ্ধজাহাজ

ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে ভিড়ল দু’টি ইরানি যুদ্ধজাহাজ

আমেরিকার ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইরানের দু’টি যুদ্ধজাহাজকে ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রশাসন।

ব্রাজিলের নৌবাহিনীর উপপ্রধান ভাইস এডমিরাল কার্লোস আরেন্তজ সরাসরি ইরানি যুদ্ধজাহাজগুলোকে নোঙর করতে দেয়ার অনুমতিপত্রে সই করেন।ওই অনুমতি অনুযায়ী ইরানি জাহাজগুলো ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৪ মার্চ পর্যন্ত রিও ডি জেনেরিওতে অবস্থান করতে পারবে।

এর আগে ইরানের নৌবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হামজে আলী কাভিয়ানি গত ২৮ জানুয়ারি বলেছিলেন, তার দেশের যুদ্ধজাহাজগুলো ল্যাতিন আমেরিকার পশ্চিম উপকূল ধরে টহল দেবে। সেইসঙ্গে এগুলো ব্রাজিলের রিও বন্দরে নোঙর করবে।

তবে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরে যাচ্ছিলেন বলে প্রথমে ইরানি যুদ্ধজাহাজগুলোকে রিও বন্দরে ভেড়ার অনুমতি দেয়া হয়নি।

চলতি ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ব্রাসিলিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এলিজাবেথ ব্যাগলি ইরানি যুদ্ধজাহাজকে বন্দরে ভিড়তে না দেয়ার জন্য ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আমরা কঠোরভাবে বিশ্বাস করি ওই জাহাজগুলোর কোনো বন্দরেই ভেড়ার অনুমতি পাওয়া উচিত নয়।”

কিন্তু আমেরিকার এ আহ্বান উপেক্ষা করে প্রেসিডেন্ট সিলভার ওয়াশিংটন সফর শেষ হওয়া মাত্র ইরানি যুদ্ধজাহাজেগুলোকে রিও বন্দরে নোড়র করার অনুমতি দেয় ব্রাজিল। আমেরিকা ল্যাতিন আমেরিকাকে নিজের আঙিনা মনে করে বলে সেখানে ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি ওয়াশিংটনকে ক্ষুব্ধ  করেছে।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২৩/একে