এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ মে, ২০২২, ০৪:০৫ পিএম
বাগদাদে বড় পীর আব্দুল কাদির জিলানীর মাজারে রোমানরা
এবারের এশিয়া কাপ আরচারির ভেন্যু ইরাকের সোলায়মানিয়া। রাজধানী বাগদাদ থেকে অনেকটা দূরে। বাংলাদেশ দল ৪ মে বাগদাদ নেমে সোলায়মানিয়ার ফ্লাইট ধরার আগে কয়েক ঘণ্টা সময় পেয়েছিল। সেই সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর (র.) মাজার পরিদর্শন করেন রোমান-দিয়ারা।
বাংলাদেশ দলের ম্যানেজার ফয়সাল আহসানউল্লাহ ইরাক থেকে বলেন, ইরাক সফরের শুরুতেই এই মাজার জিয়ারতের পরিকল্পনা ছিল আমাদের। বাগদাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমাদের জন্য আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন। ফলে খুব স্বল্প সময়ে সুন্দরভাবে আমরা পরিদর্শন করতে পেরেছি।
সময়টা উপভোগ্য ছিলো জানিয়ে ফয়সাল বলেন, আসলে এটি অনেক ভালো লাগার জায়গা। সবাই খুব খুশি হয়েছে এমন একটি জায়গায় আসতে পেরে। সবাই সবার পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করেছে