এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ মে, ২০২২, ০৪:০৫ পিএম
ভারতের জন্য রানগুলো জমিয়ে রাখছেন কোহলি: গাভাস্কার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক হলেও এবার রানখরায় ভুগছেন তিনি। তবে ব্যাট হাতে বাজে ফর্মের জন্য তার দলকে অবশ্য ভুগতে হচ্ছে না। ১২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালোর।
কোহলির মতো একজন ধারাবাহিক পারফরমারের ব্যাটে কেন এমন রানখরা, সেটা নিয়ে একেক জন একেক মন্তব্য করছেন। এবার ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও যোগ দিয়েছেন সেই দলে। রোববার রাতে তার দল সানরাইজার্স হায়দারাবাদকে বেশ স্বাচ্ছন্দ্যে হারালেও ডাক মেরেছেন কোহলি।
ম্যাচটিতে ধারাভাষ্যের দায়িত্বে থাকা সুনীল গাভাস্কার কিছুটা কৌতুকা করেই বলেন, এখানে আমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে, সামনে ভারতের ব্যস্ত মৌসুম, এই রানগুলো সে সময়ের জন্য রেখে দেওয়া হচ্ছে।