ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

দাবানলে জ্বলছে কিউবা, হুমকিতে অর্থনীতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

দাবানলে জ্বলছে কিউবা, হুমকিতে অর্থনীতি

 দাবানলে জ্বলছে কিউবা, হুমকিতে অর্থনীতি

গত জানুয়ারি থেকে দ্বীপ দেশ কিউবা জুড়ে প্রায় ৮০টি দাবানল জ্বলছে। দাবানল জনবহুল প্রদেশ সান্তিয়াগো দ্য কিউবার কাছে এগিয়ে আসছে। এ প্রদেশে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী অবস্থিত।
গত মঙ্গলবার প্রাদেশিক সরকার ঘোষণা করে যে, দাউদাউ করে জ্বলা দাবানলের আগুন সান লুইস ও মেল্লা পৌর এলাকার কাছে ঠেকিয়ে রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ চেষ্টায় সকালের দিকে ২৫০ জন সাধারণ নাগরিক অংশ নেয়। দেশজুড়ে দাবানল নিয়ন্ত্রণে গত জানুয়ারি থেকে দমকল বাহিনী, সেনাবাহিনী ও বন রক্ষা বাহিনী সংগ্রাম করে যাচ্ছে। এতে ২ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে এবং ফসল ও কফি ক্ষেত বিনষ্ট হয়েছে।

গত সোমবার কিউবার প্রেসিডেন্ট মিগুলে দিয়াজ-ক্যানেল টুইটার পোস্টে দাবানল দমনে যারা “বীরোচিত লড়াই” করছে তাদের কাজের স্বীকৃতি দিয়ে হলগুইন প্রদেশের সম্মুখসারির কর্মীদের প্রশংসা করেন। সেখানে পাইন বনে দাবানল ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আগুন সারা দেশে বিরাট এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সবচাইতে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে পশ্চিমের পিনার ডেল রিও ও আরটেমসিয়া এবং পূর্বের কেমাগুয়ে ও হলগুইন।

এর আগে, দাবানল কিউবার মেনসুরা-পাইলোটো জাতীয় পার্কের জন্য হুমকি সৃষ্টি করে। ৬০৪৬ হেক্টর আয়তনের প্রতিবেশগত স্পর্শকাতর এ পার্ক বনঘোরা পাহাড় পর্বত ও ঝরণার জলপ্রপাতের জন্য সুপরিচিত। কিউবার পার্বত্য অঞ্চল ও চলমান খরার কারণে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। কর্মকতারা সতর্ক করে দিয়েছেন যে, এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অনেক বছর লেগে যেতে পারে।

এনবিএস/ওডে/সি