এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
বাসায় বোমা পোতা রয়েছে বলে ফোনকল
অজ্ঞাত একটি ফোন কল থেকে এই হুমকিটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ইআরসএস। ইন্ডিয়া ডট কম
সন্ত্রাসীদের নিশানায় দুই বলিউড সুপারস্টারের বাসাসহ আম্বানির আনতিলয়া রয়েছে বলে মঙ্গলবার নাগপুর পুলিশের বরাত দিয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে।
এরপর থেকেই আম্বানির বাসা ছাড়াও জুহু পুলিশ দুই অভিনেতার ভিলে পার্লে ও গামদেভির নিরাপত্তায় জারি করেছে বিশেষ সতর্কতা।
বোম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াড বিডিডিএস এই তিনজনের নিরাপত্তায় বাসার অভ্যন্তরে ও বাইরে যে কোন রকমের সন্দেহজনক বস্তর উপস্থিতির জন্য তল্লাশী চালাবে বলেও জানিয়েছে।
মুম্বাইয়ের দাদারে ২৫ জনের একটি দল এ হামলা পরিচালনা করার জন্য প্রস্তত রয়েছে বলেও হুমকিদাতা জানিয়েছেন। এরইমধ্যে ফোনকারীর পরিচয় ও অবস্থান জানতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এদিকে দেশটির সুপ্রীম কোর্ট ধনকুবের মুকেশ আম্বানি ও তার পরিবারের জন্য দেশে ও বিদেশে সর্বোচ্চ নিরাপত্তা ‘জেড ফোর্স ‘ প্রদানের আদেশ দিয়েছেন। তবে এ নিরাপত্তার সকল ব্যায়ভার আম্বানিকে বহন করতে হবে বলেও আদেশে উল্লেখ করেছেন আদালত।
২০২১ সালেও মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ অমিতাভ ও তিনটি রেলওয়ে ষ্টেশনে বোমা হামলার গুজব ছড়ানোয় দুইজনকে গ্রেপ্তার করেছিল।
এনবিএস/ওডে/সি