ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের তীব্র সমালোচনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

ভারতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের তীব্র সমালোচনা

ভারতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের তীব্র সমালোচনা

ভারতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতারা।

আজ (বুধবার) থেকে রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা। এরফলে কোলকাতায় গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে সিলিন্ডার প্রতি ১ হাজার ১২৯ টাকা। এর আগে দাম ছিল ১ হাজার ৭৯ টাকা।  আজ ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। গত বছর জুলাই মাসে  রান্নার গ্যাসের দাম এভাবেই এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে উৎপাদন খরচ দফায় দফায় কমলেও, কেন্দ্রীয় নরেন্দ্র  মোদী সরকার রান্নার গ্যাসের দাম কমায়নি বলে বিরোধীদের অভিযোগ।

এদিকে, শুধু ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নয়, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে ।  ১৯ কেজি বাণিজ্যিক  গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৩৫২ টাকা। এবার ১৯ কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য দিতে হবে ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা।

এ প্রসঙ্গে আজ (বুধবার) পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, ‘এই সরকার লুটছে। কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষ জুড়ে মানুষের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। বিশ্বের বাজারে তেলের দাম কিন্তু বাড়ছে না। আরও বড় কথা হল, এই সরকার রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল খরিদ করে সেই তেল রিফাইন করে আবার বিদেশে পাঠাচ্ছে। লাভ করছে। শুধু সস্তায় কিনছে তা নয়, সেই আবার বিক্রি করে লাভও করছে। কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষকে তার কোনও সুযোগ দেওয়া হচ্ছে না। এটা বড় অন্যায় এবং আর্থিক শোষণ’ বলেও মন্তব্য করেন সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি।   

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন  তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি বলেন, ‘গ্যাসের দাম যখনই  বাড়ে একলাফে প্রায় ৫০ টাকা বাড়ে। যে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৪০০/৪৫০ টাকা, আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১১৩০ টাকায় পৌঁছে গেল! এ নিয়ে বিজেপির কোনও ভ্রূক্ষেপ নেই। কারণ, মানুষ খেতে পেল কী খেতে পেল না, মরল কী বাঁচল, তাতে তাদের কিছু যায়  আসে না। তারা কেবল রাজনীতি করতে ব্যস্ত।’  

অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমপি  বলেছেন, ‘কোনও ব্যবসা ক্ষতিতে চলতে পারে না। স্বাভাবিকভাবে কেন্দ্রকেও গ্যাস কোম্পানি যাতে ক্ষতিতে না যায় সেজন্য মাঝে মাঝে দাম বাড়াতে হয়। আবার যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাবে, তখন তেলের দাম, গ্যাসের দাম আবার কমে যাবে’ বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমপি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে