ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সমুদ্রের বুকে মানুষের মুখ আঁকল ঢেউয়ের রাশি! ১২ ঘণ্টার চেষ্টায় ধরা পড়ল মুহূর্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

সমুদ্রের বুকে মানুষের মুখ আঁকল ঢেউয়ের রাশি! ১২ ঘণ্টার চেষ্টায় ধরা পড়ল মুহূর্ত

সমুদ্রের বুকে মানুষের মুখ আঁকল ঢেউয়ের রাশি! ১২ ঘণ্টার চেষ্টায় ধরা পড়ল মুহূর্ত


প্রকৃতির রূপ বারবার মানুষকে মুগ্ধ করে। যদিও এখন নানা কারণে, নানাভাবে প্রকৃতিকে বিকৃত করা হয়, প্রকৃতি তার জবাবও দেয় নিজের মতো করেই, তবু প্রকৃতির খামখেয়ালি মন মাঝেমাঝেই এমন কিছু আশ্চর্য দৃশ্য বা ভিস্যুয়াল তৈরি করে, যা মানুষকে বিস্মিত করে। প্রকৃতির রূপের এমনই এক ছবি তুলেছেন ব্রিটিশ ফটোগ্রাফার ইয়ান স্প্রোট (UK photographer)। ছবিটিতে দেখা যাচ্ছে, সমুদ্রের উচ্ছল তরঙ্গ এমনভাবে উঠেছে, তার মধ্যে যেন ফুটে উঠেছে একটি মানুষের মুখের নিখুঁত অবয়ব (wave face)!
এই ছবিটি ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করে ইয়ান লিখেছেন ‘তরঙ্গের মধ্যে মুখ! এটা জলের দেবী অ্যাম্ফিট্রাইট কিংবা রানি এলিজাবেথও হতে পারে।’
তবে ছবিটি যতই সুন্দর হোক, এই ছবি তোলার পরিশ্রম কম ছিল না। কারণ এই একটামাত্র ফ্রেম ধরতে ফটোগ্রাফার ইয়ানের সময় লেগেছে ১২ ঘণ্টা! জানা গেছে, প্রায় ৪ হাজার ক্লিকের পরে অনবদ্য এই মুহূর্তটি ফ্রেমবন্দি করেছেন এই ফটোগ্রাফার।
ছবিটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সমুদ্রের ঢেউটি লাইটহাউসে ধাক্কা খেয়ে ছিটকে পড়ার মুহূর্তে জলের উপরে এই অদ্ভুত অবয়ব সৃষ্টি হয়েছে। অসামান্য এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে। কেউ লিখেছেন, সত্যিই এটি ফটোগ্রাফারের তোলা অসাধারণ একটি ছবি। কেউ আবার লিখেছেন, এটি কি আদৌ সত্যি ফটো নাকি এডিটেড!
বলাই বাহুল্য, এ ছবি দীর্ঘ পরিশ্রমের ফসল। এ কথা জানিয়েছেন ইয়ান স্প্রোট নিজেই। তিনি জানিয়েছেন, লকডাউনের সময় তিনি ব্যবসা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন। তখন তাঁকে ভাল থাকার দিশা দেখিয়েছে এই ফটোগ্রাফির প্যাশনই। তাই প্রতিদিন নতুন নতুন ছবি তোলার জন্য তাঁকে যতই পরিশ্রম করতে হোক না কেন, তবু এই পরিশ্রমই তাঁকে ভাল রাখে।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে