এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
ধূপ-ধুনো-মন্ত্রে ইলন দেবের আরতি! ভক্তি নাকি ব্যঙ্গ?
আরতি হচ্ছে ছবির সামনে ধূপ ধুনো দেখিয়ে, উচ্চারণ করা হচ্ছে মন্ত্রও (worship)। কিন্তু ছবির দেবতাটি কে? উত্তর খুঁজতে ভাইরাল ভিডিওতে চোখ রাখলে হাসি থামবে না সহজে। কারণ ছবির দেবতা কোনও ঈশ্বর নয়, তিনি হলেন ইলন মাস্ক (Elon mask)। আর ইলন দেবের ছবিতে ধূপ ধুনো দেখিয়ে আরতি করছেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। সম্প্রতি এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর নেটিজেন মহলে হাসির ধুম পড়েছে ভিডিওটি দেখে।
সাম্প্রতিক কালে ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বারবার চর্চায় উঠে এসেছেন এই ধনকুবের। টুইটারে গণছাঁটাই এবং মহিলা বিরোধী একাধিক পদক্ষেপ বারবার প্রশ্নের মুখে ফেলেছে ইলনকে। আর এই বিষয়গুলোই মন্ত্রের ছলে আওড়েছেন বেঙ্গালুরুর ওই ব্যক্তি।
ভিডিওতে শোনা গেছে ‘ওম টুইটারেশ্বরায় নমঃ’, ‘ওম ইলন মাস্কায় নমঃ’, ‘ওম ফেমিনিস্ট এভিক্টরায় নমঃ’ এই ধরনের মজাদার মন্ত্র। সুতরাং ভিডিও থেকে একথা পরিষ্কার যে ওই ব্যক্তি ব্যাঙ্গের ছলেই ইলন মাস্কের পুজোয় মেতেছেন। যথারীতি নেটিজেনরাও মেতেছেন ধনকুবেরের ব্যঙ্গ পুজোর ভিডিওতে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে