ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আনুষ্কার আত্মত্যাগ, মেয়ে হওয়ার পর বদলেছে জীবন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

আনুষ্কার আত্মত্যাগ, মেয়ে হওয়ার পর বদলেছে জীবন

 আনুষ্কার আত্মত্যাগ, মেয়ে হওয়ার পর বদলেছে জীবন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা। মেয়ে ভামিকার জন্মের পর জীবন কী ভাবে বদলেছে আনুষ্কার তা জানালেন বিরাট কোহলি। আনুষ্কা মা হওয়ার পর কী কী আত্মত্যাগ করেছেন, উঠল সে কথাও।

২০২২ সালে ১১ ডিসেম্বর বিয়ের ৫ বছর পূর্ণ হল বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার। তার মধ্যেই জীবনে ভামিকার জন্ম। দু’বছরের ভামিকাকে নিয়ে কাটছে বিরুষ্কার জীবন।

সম্প্রতি এক পডকাস্টে বিরাট বলেন, এই দু’ বছরে অনেক কিছুর বদল ঘটেছে। আমাদের সন্তান এসেছে জীবনে। এই দু’বছর মা হওয়ার পর থেকে বদলে গিয়েছে আনুষ্কার জীবন। আনুষ্কাকে দেখলে আমার নিজের সব কঠিন পরিস্থিতিকে তুচ্ছ মনে হয়। আসলে যত ক্ষণ তোমার পরিবার তোমাকে ভালবাসছে, তুমি যেমন মানুষ সে ভাবে ভালবাসছে, তত ক্ষণ অন্য কিছুর প্রয়োজন পড়ে না।

বিরাট আরও বলেন, আনুষ্কা আমার জীবনদর্শন বদলে দিয়েছে। ওর জন্যই আরও ভাল মানুষ হতে পেরেছি। আসলে আনুষ্কাই আমার জীবনের অনুপ্রেরণা।

এনবিএস/ওডে/সি