ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

২ জার্মানি কূটনীতিককে বহিষ্কার করল ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

২ জার্মানি কূটনীতিককে বহিষ্কার করল ইরান

 ২ জার্মানি কূটনীতিককে বহিষ্কার করল ইরান

ইরান তার দেশের কুটনীতিকদের বহিষ্কারের পাল্টা ব্যবস্থা হিসেবে দু’জন জার্মান কৃটনীতিককে বহিষ্কার করার নিদের্শ দিয়েছে। একজন দ্বৈত নাগরিককে মৃত্যুদন্ড দেয়ার প্রতিবাদে জার্মান সরকার দু’জন ইরানী কুটনীতিককে বহিষ্কার করে। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান দু’জন জার্মান কুটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিল।

ইরান সরকার জামশেদ শারমাহদ(৬৭) নামের এ দ্বৈত নাগরিকের মৃত্যু দন্ড দেয়। তিনি যুক্তরাষ্ট্রের আবাসিক বাসিন্দা। জার্মানির পদক্ষেপকে ইরান তার অভ্যন্তরীন ও বিচার ব্যবস্থার বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কেনানি বলেন, “হস্তক্ষেপের” পাল্টা ব্যবস্থা হিসেবে তারা বুধবার দু’জন জার্মান কুটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। দ্বৈত নাগরিকের মৃত্যু দন্ড দানের প্রতিবাদে গত সপ্তাহে জার্মানি ইরানের দু’জন কূটটনীতিকে বহিষ্কার করে।

জার্মান চ্যান্সেলার ওলাফ শুলজ বলেন যে, ইরান সরকার সম্ভাব্য সব উপায়ে নিজ জনগণের বিরুদ্ধে লড়াই করছে এবং মানবাধিকারের প্রতি কোন সম্মান প্রদর্শন করছে না।ইরানের বুধবারের পাল্টা ব্যবস্থারও সমালোচনা করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্লিনে বলেন যে, এ বহিষ্কার স্বেচ্ছাচারমূলক ও অযৌক্তিক।

এনবিএস/ওডে/সি