ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তেহরান: মুখপাত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ মে, ২০২২, ১২:০৫ পিএম

তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তেহরান: মুখপাত্র

তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তেহরান: মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তেহরান নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আরো বলেছেন, তালেবান প্রতিনিধিরা ইরানে নিয়মিত সফর করেন এবং তাদের সঙ্গে তেহরানের বিভিন্ন বিষয়ে কথাবার্তা ও মতবিনিময় হয়।

ইরানে বর্তমানে ৪০ লাখেরও বেশি আফগান শরণার্থী বসবাস করছেন। ইরান কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও এসব আফগান নাগরিক ইরানে শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করছেন।

ইরানে বসবাসরত আফগান নাগরিকদের বিষয়ে আলোচনা করতে একটি তালেবান প্রতিনিধিদল শিগগিরই তেহরান সফরে আসছে বলে সম্প্রতি আফগানিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তালেবান কর্মকর্তাদের ইরান সফরের কোনো পরিকল্পনা নেই; যদিও এরকম একটি আবেদন কাবুলের পক্ষ থেকে জানানা হয়েছে।

আফগানিস্তানের হেরাত শহরের ইরান কনস্যুলেটে সম্প্রতি যে হামলা হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হলে খাতিবজাদে বলেন, তালেবান সরকার ইরানের কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি ইরানি নাগরিকদের নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে