ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

জার্মান সামরিক বাহিনীর দেশ রক্ষার ক্ষমতা নেই: প্রতিরক্ষামন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

জার্মান সামরিক বাহিনীর দেশ রক্ষার ক্ষমতা নেই: প্রতিরক্ষামন্ত্রী

জার্মান সামরিক বাহিনীর দেশ রক্ষার ক্ষমতা নেই: প্রতিরক্ষামন্ত্রী

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন যে, তার দেশের সামরিক বাহিনীর কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করার মতো প্রস্তুতি নেই। জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের দেশে এমন সশস্ত্র বাহিনী নেই যারা দেশকে রক্ষা করতে পারে, যারা শত্রুর কোনও আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম।”

পিস্টোরিয়াস বলেন, কয়েক দশক ধরে জার্মানির সরকার দেশের সশস্ত্র বাহিনীকে উপেক্ষা করেছে, তাদের ব্যাপারে উদাসীন ছিল। সেজন্য জার্মান সামরিক বাহিনীর হাতে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম নেই। এ অবস্থায় জার্মানিকে ন্যাটোভুক্ত দেশগুলোর সমানে নিতে হলে এ খাতে অনেক বিনিয়োগ করতে হবে।

গত রোববার জার্মান সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল আলফন্স মাইস জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে বলেছেন, চ্যান্সেলর ওলাফ শোলয যে ১০ হাজার কোটি ইউরো বরাদ্দের কথা বলেছিলেন তা জার্মানির সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে যথেষ্ট নয়।

জার্মানির আর্মড ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কর্নেল আন্দ্রে উসনারও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি জানান, মাত্র ৩০০ লেপার্ড ট্যাংক জার্মান সামরিক বাহিনীর ভান্ডারে রয়েছে এবং এর মধ্যে মাত্র শতকরা ৩০ ভাগ যুদ্ধে ব্যবহারেরে উপযোগী।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে