ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোলকাতা হাই কোর্টে জামিন পেলেন ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

কোলকাতা হাই কোর্টে জামিন পেলেন ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি

কোলকাতা হাই কোর্টে জামিন পেলেন ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি

ভারতের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি কোলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

আজ (বৃহস্পতিবার) হাই কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে গ্রেফতার হওয়া আরও ৬৩ জন। গ্রেফতার হওয়ার ৪০ দিনের মাথায় অবশেষে তারা আজ জামিন পেলেন।

গত ২১ জানুয়ারি কোলকাতার ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে ‘আইএসএফ’ কর্মীদের। এ সময়ে পুলিশের হাতে গ্রেফতার হন ফুরফুরা শরীফের পীরজাদা বিধায়ক নওশাদ সিদ্দিকিসহ আইএসএফের বহু কর্মী-সমর্থক। তার পর থেকে তারা জেলে ছিলেন।  

পশ্চিমবঙ্গের ভাঙড়ে আইএসএফ কর্মী-সমর্থকদের উপরে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে অভিযোগ করে গত ২১ জানুয়ারি কোলকাতায় সড়ক অবরোধ করে  বিক্ষোভ প্রদর্শন করেন আইএসএফ কর্মী-সমর্থকরা। তাদের দাবি ছিল ভাঙড়ের হামলায় জড়িত তৃণমূলের লোকজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ওইদিনই আইএসএফের প্রতিষ্ঠা দিবস হওয়ায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কোলকাতায় সভা ছিল আইএসএফের। অন্যদিকে, তৃণমূলের দাবি- ভাঙড়ে আইএসএফ কর্মীরা তাদের দলীয় অফিস ক্ষতিগ্রস্ত করেছে।     

পীরজাদা নওশাদ সিদ্দিকিকে গ্রেফতারের প্রতিবাদে ফুরফুরা শরীফে তীব্র প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফুরফুরা শরীফের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকি বিধায়ক ও পীরজাদা নওসাদ সিদ্দিকিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। ক্ষুব্ধ পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকি এ সময়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে ভোট না দেওয়ার ডাক দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ‘আরএসএস’-এর সঙ্গে যুক্ত আছেন বলেও মন্তব্য করেন পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকি।

‘আমার ভাইপোকে সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে রাজ্য সরকারের আদেশে আমার ভাইপোর উপরে আঘাত হানা হয়েছে। প্রশাসন দিয়ে মারা হয়েছে। কীভাবে মেরেছে, কীভাবে অত্যাচার করেছে, আইএসএফের ছেলেদের উপরে মারধর করা হয়েছে আপনারা সকলেই জানেন’ বলেও অভিযোগ করেন ফুরফুরা শরীফের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকি। অবশেষে দীর্ঘ আইনই লড়াই শেষে কোলকাতা হাইকোর্ট থেকে বিধায়ক ও পীরজাদা নওশাদ সিদ্দিকি জামিন পেলেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে