ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পশ্চিমবঙ্গের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

পশ্চিমবঙ্গের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস

পশ্চিমবঙ্গের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হয়েছেন।

রাজ্যের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে গত ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ (বৃহস্পতিবার) উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত সাগরদিঘিতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত করে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হয়েছেন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী  সাগরদিঘি ব্লকে মুসলিম জনসংখ্যার হার ৬৪.৬৮ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রে কমপক্ষে ৬৮ শতাংশ ভোটার মুসলিম।

আজ বেসরকারি ফলাফলে প্রকাশ, তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে পরাজিত করেছেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী।   

সাগরদিঘিতে জয় সম্পর্কে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি আজ বলেন, ‘মমতা ব্যানার্জি তোকে বধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে। এখান থেকে শুরু হবে।’  


কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী
অধীর বাবু আরও বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছেন। সংখ্যালঘু তাস খেলে বার বার পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ধোঁকা দিয়েছেন। ধোঁকা মানে বেঈমানি করেছেন। উনি মোদীর দালালি করছেন। মোদীর দালালি যে করবে, বাংলার মুসলমান তাকে মাথায় তুলে খাতির করবে, সিংহাসনে বসিয়ে দেবে, তার মাথায় মুকুট পরিয়ে দেবে, এটা যেন মমতা ব্যানার্জি না ভাবে।’ এদিকে, সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বলেছেন, এই জয় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রায় মানুষের।

অন্যদিকে, বাইরন বিশ্বাসের এই জয়কে ‘অনৈতিক’ বলে মনে করছে রাজ্যে শাসক দল তৃণমূল। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেছেন ‘নীতি-আদর্শহীন অনৈতিক জোট। তার আবার জয়!’ তৃণমূল নেতৃত্ব আপাতত তাদের এই পরাজয়ের কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে