এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
পিরামিডের ভিতর লুকোনো করিডোর! কী আছে তার শেষে? নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা
পিরামিড আবিষ্কার হয়েছে বহু বছর। মিশরের রাজারানিদের সমাধিসৌধগুলির পরতে পরতে লুকিয়ে রয়েছে নানা রহস্য। তার বেশ কিছু আবিষ্কার করা গেছে, আরও বহু জিনিসই রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি ৪ হাজার ৫০০ বছর আগে তৈরি গিজার পিরামিডের (Pyramid of Giza) ভিতর ৩০ ফুট লম্বা একটি লুকোনো করিডোরের (hidden corridor) সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, নয়া এই আবিষ্কার হয়তো পিরামিডের ভিতরের আরও বহু অনাবিষ্কৃত রহস্য ভেদ করার পথ দেখাবে।
পিরামিডের রহস্যের খোঁজে ২০১৫ সাল থেকে স্ক্যান পিরামিড নামে একটি প্রকল্পের কাজ চলছিল। কোনও খননকাজ নয়, ইনফ্রারেড থার্মোগ্রাফি, ত্রিমাত্রিক সিমুলেশন এবং কসমিক রে ব্যবহার করে চলছিল কাজ। সেই কাজেই এই অসমাপ্ত করিডোরটির খোঁজ পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, পিরামিডের ভিতর করিডোরটি তৈরি হওয়ার দুটি কারণ থাকতে পারে। এক, ভিতরে প্রবেশের মূল দরজার চারপাশে পিরামিডের ওজন পুনর্বণ্টন করে দেওয়ার জন্য, অথবা ওই করিডোর দিয়ে অন্য কোনও অনাবিষ্কৃত গোপন ঘরে পৌঁছানোর জন্য।
‘আমরা স্ক্যানিংয়ের কাজ চালিয়ে যাব, দেখব ওই করিডোরের নীচে, অথবা শেষপ্রান্তে কী আছে,’ জানিয়েছেন মিশরের সুপ্রিম কাউন্সিল অফ এন্টিকুইটির প্রধান মোস্তাফা ওয়াজিরি। তিনি আরও জানিয়েছেন, পিরামিডের অন্য একটি দিকে ফ্যারাওয়ের সমাধিঘরের উপর আরও ৫টি ঘর আবিষ্কার করা হয়েছিল আগেই। সেগুলিও বিশালাকার পিরামিডের ওজন পুনর্বণ্টনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল বলে মনে করছেন তাঁরা। এমনকী, ফ্যারাওয়ের একাধিক সমাধি ঘর থাকার সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে