এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
রাষ্ট্রদ্রোহের অভিযোগে কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড
কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির সাবেক নেতা কেম সোখের বিরুদ্ধে প্রধানমন্ত্রী হুন সেনকে ক্ষমতাচ্যুত করতে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও এই অভিযোগে আগামী জুলাই মাসে কম্বোডিয়ার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও তাকে নিষেধ করা হয়েছে।
কেম সোখের আইনজীবী আং উদোম দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। এছাড়াও কম্বোডিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডব্লিউ প্যাট্রিক মারফি বলেছেন, এই মামলায় আইনের অপপ্রয়োগ হয়েছে।
২০১৩ সালের এক ভিডিওর ভিত্তিতে ২০১৭ সালে প্রথমবার সোখাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থি গোষ্ঠীর সমর্থন পেয়েছেন। অনেকে ধারণা করছেন, তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আবার অনেকে মনে করছেন, তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও পশ্চিমা সরকার কেম সোখার বিরুদ্ধে রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে।
এনবিএস/ওডে/সি