ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

পুতিনের বক্তব্য এড়িয়ে গেলেন ইউক্রেনের সম্মুখযোদ্ধারা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১০ মে, ২০২২, ০১:০৫ পিএম

পুতিনের বক্তব্য এড়িয়ে গেলেন ইউক্রেনের সম্মুখযোদ্ধারা

পুতিনের বক্তব্য এড়িয়ে গেলেন ইউক্রেনের সম্মুখযোদ্ধারা

ইউক্রেনের উত্তরাঞ্চলের দোনবাসে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীর সম্মুখসারির যোদ্ধারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া বক্তব্য এড়িযে গেছেন বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনের পোপাসনার সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান নিকোলাই খানাতভ একটি অজ্ঞাত স্থান থেকে ফোনে বলেন, আমি শুনিনি। 

পোপাসনায় আটকা পড়া প্রায় ২ হাজার বেসামরিক নাগরিক রাশিয়ায় নির্বাসিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কয়েক সপ্তাহের তীব্র বোমা হামলার পর অবশেষে রোববার রাশিয়ার হাতে শহরটির পতন ঘটে।

এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে সোমবার এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 
 
 ‘প্রতিবেশি দেশের মানুষদের মুক্ত করতে আজ আমাদের সেনারা এবং মিত্ররা লড়ছে। নাৎসিদের বিরুদ্ধে আমরা যেমন জিতেছি তেমনি এবারও আমাদের জয় হবে বলে আমরা আত্মবিশ্বাসী’— যোগ করেন পুতিন।

পুতিন বলেন, নাৎসিবাদের পূণর্জন্ম যেন না ঘটে তা রোধে আমাদের সবার কাজ করা উচিত। আমি আশাবাদী নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের অতীত মনে রেখে এ বিষয়ে সতর্ক থাকবে।