ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

পছন্দের বঙ্গমাতা হল বেছে নিলেন ফুলপরী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

পছন্দের বঙ্গমাতা হল বেছে নিলেন ফুলপরী

 পছন্দের বঙ্গমাতা হল বেছে নিলেন ফুলপরী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী পছন্দের হল বাছাই করেছেন। দেশরত্ন শেখ হাসিনা হল ছেড়ে পছন্দ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা ও কুষ্টিয়া পুলিশের নিরাপত্তায় ক্যাম্পাসে আসেন ফুলপরী ও তার বাবা আতাউর রহমান। এসে তিনি ছাত্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকার ইচ্ছা পোষণ করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, পাবনা ও কুষ্টিয়া পুলিশের মাধ্যমে ফুলপরীকে নিরাপত্তার সাথে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে ছিলেন সহকারী প্রক্টর শাহাবুব আলম। ক্যাম্পাসে এসে ফুলপরী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকার ইচ্ছা পোষণ করেন। আমরা ছাত্র উপদেষ্টার মাধ্যমে কথা বলেছি এবং তার পছন্দের হলে সিট বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

এনবিএস/ওডে/সি