এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
এবার বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হলে এবার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের বিরুদ্ধে রুম দখল ও হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কলেজের ফাতেমা হলের দ্বিতীয় তলার ২০০০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, কক্ষ পরিবর্তন করতে না চাইলে তাঁদের নির্যাতন করা হয় এবং এ সময় তাঁদের বিছানাপত্র ফেলে দেওয়া হয়।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি জানাজানি হলে চকবাজার থানা পুলিশ কলেজে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি আপাতত সমাধান করা হয়। তবে ওই কক্ষটি দখল করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই রুম দখলের জন্য কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা চেষ্টা করছিলেন। এ নিয়ে বেশ কয়েকবার বাদানুবাদও হয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে জোর করে তার পছন্দের শিক্ষার্থীদের এ রুমে উঠিয়ে দিয়ে অন্যদের রুম পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করেন। তার কথা মতো রুম পরিবর্তন করতে না চাইলে জোর-জবরদস্তি করে বিছানাপত্র ফেলে দেওয়া হয়।
ভুক্তভোগী বলেন, এ ঘটনায় মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। এসব বিষয় আগেই কলেজ প্রশাসনকে জানিয়েছি। কলেজের প্রশাসন রোববার বিষয়টি নিয়ে বসবেন, এর আগেই তিনি অনুসারীদের দিয়ে জোরপূর্বক এমন কাজ করছেন। শেষ পর্যন্ত তারা রুমটি দখল করেই নিয়েছে।
তবে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত হাবিবা আক্তার সাইমুন বলেন, আমি তাদেরকে বের করে দিচ্ছি বিষয়টি এমন নয়। তাদের রুম পরিবর্তন করা হচ্ছে প্রশাসনের সিদ্ধান্তে। তারা (ভুক্তভোগীরা) যে হলে থাকে সেখানে দ্বিতীয় তলার মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার করে, ভিডিও করে। এ জন্য কলেজ প্রশাসনের কাছে মেয়েরাই অভিযোগ করেছে। প্রশাসন থেকে বলা হয়েছে যেন ওদের সিট পরিবর্তন করা হয়। কিন্তু আমি বুঝতে পারছি না কেন আমাকে জড়ানো হচ্ছে। আমি তো এটার সঙ্গে কোনোভাবেই জড়িত না।
এ ব্যপারে কলেজ অধ্যক্ষ সাবিকুন নাহার জানান, বিষয়টি জেনেছি, সাইমুনকে বলা হয়েছে, মেয়েদের সঙ্গে এখন কিছু না করতে। তারা যেখানে আছে থাকবে, আমরা বিষয়টি দেখব।
চকবাজার থানার ওসি আব্দুল কাইউম বলেন, কলেজের অধ্যক্ষ এবং প্রাধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন। বিষয়টি তারা দেখছেন।
এনবিএস/ওডে/সি