ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

৬৮ বছরেও তরুণ আফজাল হোসেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

৬৮ বছরেও তরুণ আফজাল হোসেন

 ৬৮ বছরেও তরুণ আফজাল হোসেন

নিজস্ব রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গির কারণে নবীনদের কাছে অনুকরণীয় নন্দিত অভিনেতা আফজাল হোসেন। দীর্ঘ সময় যাবত তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় তিনি। ৬৮ বছর বয়সেও যেন ত্রিশের যুবক তিনি। তেমনই চিত্র দেখা গেলো সামাজিক মাধ্যমে।

সম্প্রতি রায়নো আরিয়ান খান নামের এক ব্যক্তি আফজাল হোসেনের বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন ফেসবুকে। ছবিগুলো দেখলে প্রথমে কারোই বিশ্বাস হবে না কিছুদিন পরই ৬৯ বছরে পা রাখতে যাচ্ছেন এই তারকা অভিনেতা।

ছবিগুলো পোস্ট করে ওই ব্যক্তি লেখেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার অফ দ্যা মিলেনিয়াম অমিতাভ বচ্চন স্যার ৭৮ বছর বয়সে, তুখোড় অভিনেতা অনুপম খের স্যার ৬৭ বছর বয়সে, পারেশ রাওয়াল স্যার ৬৭ বছর বয়সে, নানা পাটেকার ৭২ বছর বয়সে, আন্নু কাপুর স্যার ৬৭ বছর বয়সে, বোমান ইরানী স্যার ৬৩ বছর বয়সে, নাসিরউদ্দিন শাহ স্যার ৭২ বছর বয়সে, পিয়ুশ মিশরা ৬৪ বছর বয়সে তাদের চলচিত্রে আজও নায়কের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করছেন এবং জাতীয় পুরষ্কারসহ নানা পুরষ্কারে সম্মানিত হচ্ছেন।’

তিনি লেখেন, ‘বাংলাদেশে আমরা আমাদের স্বর্নালী যুগের অভিনেতাদের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা তাদের নামই মনে নেই। এক সময় তাদের সৃজনশীল শিল্পকর্ম দ্বারা বাংলাদেশের স্বর্নালী যুগের ইতিহাস লেখা হয়েছিল। চলুন না আরেকবার সবাই মিলে তাদেরকে ফিরিয়ে আনি। দরকার তো শুধু ভালো গল্প, ভালো চরিত্র, ভালো নির্মাণ আর দলবদ্ধ চেষ্টা।’

এদিকে সম্প্রতি তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাতের চলচ্চিত্র ‘ওয়ান ইলেভেন’-এ যুক্ত হয়েছেন আফজাল হোসেন। যেখানে এই বরেণ্য অভিনেতাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। শিগগিরই সিনেমাটির কাজ শুরু হবে। এছাড়া ফেব্রুয়ারি মাসেই শেষ করেছেন ‘একা’ নামের আরেকটি সিনেমার কাজ। এতে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপা খন্দকারকে। ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী।  

প্রসঙ্গত, ১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। তবে সনদ অনুযায়ী তার জন্মদিন ২৭ মার্চ। টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও তার অভিনয় জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে নাম লেখান এই অভিনেতা। শিল্পকলার অভিনয় শাখায় অবদানের জন্য আফজাল হোসেন ২০২২ সালে একুশে পদক লাভ করেন।

এনবিএস/ওডে/সি