ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার ওমান গেলেন শাকিব খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

এবার ওমান গেলেন শাকিব খান

 এবার ওমান গেলেন শাকিব খান

হাতে সিনেমা নেই, তাকে কী। ঘন ঘন বিদেশ যাত্রা নিয়ে নিয়মিত শিরোনাম হচ্ছেন শাকিব খান। এর আগে নাগরিকত্বের আশায় দীর্ঘ নয় মাস কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। পূর্ণ নাগরিকত্ব না পেলেও, পেয়েছেন বসবাসের অনুমতি। এবার ঢাকাই সিনেমার এই অভিনেতা গিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।

দেশটির রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে এক সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা ছেড়েছেন এই অভিনেতা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (০৪ মার্চ) সকালের ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে রওয়ানা দেন শাকিব। এদিন রাতেই তিনি মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানের মঞ্চে হাজির হন।

পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত ও পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরা উপস্থিত থাকবেন। অভিনয় শিল্পীদের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি।

সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে এই আয়োজনে অংশ নিচ্ছেন।

এনবিএস/ওডে/সি