ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাখমুত শহরকে শ্বাসরুদ্ধ করার রুশ চেষ্টা ব্যথর্ : রাস্তায় রাস্তায় যুদ্ধ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

বাখমুত শহরকে শ্বাসরুদ্ধ করার রুশ চেষ্টা ব্যথর্ : রাস্তায় রাস্তায় যুদ্ধ

 বাখমুত শহরকে শ্বাসরুদ্ধ করার রুশ চেষ্টা ব্যথর্ : রাস্তায় রাস্তায় যুদ্ধ

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, রাশিয়ার বাখমুতের পূর্বাঞ্চল ঘেরাও করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। তাদের সেনারা শহরটির ওপর বহু রুশ হামলা প্রতিহত করেছে। তবে শহরটির আশপাশ এমনকি ভেতরের রাস্তায়ও লড়াই চলছে বলে শহরটির  ডেপুটি মেয়র জানান।

সাত মাস ধরে শহরটিতে যুদ্ধ চলছে। রাশিয়া শহরটি দখল করতে পারলে এটি হবে মস্কোর জন্য বড় সামরিক বিজয়। যুদ্ধের আগে শহরটিতে ৭০ হাজার মানুষ বাস করতো। সাত মাসের অবিরাম হামলায় শহরটি এখন এক বিধ্বস্ত জনপদ। এখন সেখানে মাত্র কয়েক হাজার মানুষ রয়েছে। মস্কো তার শীতাকালীন অভিযানে প্রথম চড়া মূল্যের প্রথম বিজয় অর্জনের চেষ্টা চালাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, বাখমুতের রাস্তায় রাস্তায় লড়াই চলছে। তবে রুশরা শহরের নিয়ন্ত্রণ কব্জা করতে পারেনি। শহরটির ডেপুটি মেয়র ওলেস্কান্দর মারচেনকো বলেন, সেখানকার ৪০০০ বাসিন্দা বিদ্যুৎ ও গ্যাস সংযোগ ছাড়াই আশ্রয় কেন্দ্রে বাস করছে। তিনি বলেন, সেখানকার একটি ভবনও অক্ষত নেই। মারচেনকো বলেন, শহরের কাছে যুদ্ধ চলছে। এমনকি শহরে রাস্তায়ও যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের একজন বিখ্যাত সামরিক বিশ্লেষক ওলেহ ঝদানোভ বলেন, কিয়েভ তাৎক্ষনিকভাবে বাখমুত ত্যাগ করার জন্য তার সেনাদের সরে আসার নির্দেশ দেবে বলে মনে হয় না। তিনি ইউটিউবের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “এ মুহুর্তে পরিস্থিতি কমবেশি স্থিতিশীল রয়েছে। প্রকৃতপক্ষে রুশ বাহিনীর অগ্রগতি থমকে গেছে। ”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুতকে একটি “দুর্গ” হিসেবে অভিহিত করে শহরটি রক্ষায় যুদ্ধরত সেনাদের ধন্যবাদ জানান। তবে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

এনবিএস/ওডে/সি