ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

 মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনাকে উপজিব্য করে নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’ নিয়ে কম জল ঘোলা হয়নি। চার বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ থাকার পর সেন্সর বোর্ডের আপিল বিভাগ সিনেমাটি মুক্তি দেয়ার মৌখিক ঘোষণা দিয়েছিল। কিন্তু এরপরও মেলেনি সেন্সর সনদ। আর তাই দেশের দেশের মাটিতে ছবিটি মুক্তি দিতে পারেননি এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশে আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।

নির্মাণ শেষে বেশকিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ‘শনিবার বিকেল’। এরমধ্যে কয়েকটিতে পুরস্কারও লাভ করেছে সিনেমাটি। এবার মুক্তি পেতে যাচ্ছে এটি। তবে দেশের মাটিতে নয়, ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমাটি। জানা গেছে, ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে সেখানে সিনেমাটি পরিবেশন করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দোকানে, দেয়ালে শোভা পাচ্ছে তার ‘শনিবার বিকেল’র পোস্টার। সামাজিকমাধ্যমে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে খবরটি জানিয়েছেন ফারুকী নিজেই। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারুকী লেখেন, সিনেমার পোস্টারের মতো এমন নস্টালজিক আর যাদুকরি কিছু আছে কিনা আমি জানি না। পাড়ায় পাড়ায় পোস্টার দেখে আমাদের রক্তে নাচন লাগতো। এখনো এতো বছর পরে এসেও, ইন্ডাস্ট্রিতে এতো দিন কাজ করার পরেও পাড়ার দোকানে-দোকানে, দেয়ালে-দেয়ালে পোস্টার আমার মনে সিনেমার নেশা ধরায়। সকাল সকাল ছবিগুলো পাঠানোর জন্য রিলায়েন্স এন্টারটেনমেন্টের সুমিত দাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমার ছোটবেলায় টাইম ট্র্যাভেল করানোর জন্য।’

শনিবার বিকেল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

এনবিএস/ওডে/সি