এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
নানীর ধর্ষককে খুঁজতে লন্ডনে অভিনেত্রী ববি!
১৯৭১ সাল, নির্ভিক মুক্তিযোদ্ধারা দেশের মাটি ও মানুষকে রক্ষা করতে প্রাণপণ লড়ছে। অপরদিকে, পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এ দেশের মানুষের উপর। তাদের সহযোগিতায় যুক্ত হয়েছে রাজাকাররা। এমনই এক রাজাকারের লোলুপতার শিকার হন অভিনেত্রী ইয়ামিন হক ববির মাতামহী (নানী)। ধর্ষণ করা হয় তাকে। দেশ স্বাধীন হওয়ার পর ওই ধর্ষক রাজাকার পালিয়ে যায় লন্ডনে।
পঞ্চাশ বছর পর সেই পৈশাচিক ঘটনার বর্ণনা শুনে ববি সিদ্ধান্ত নেন, যে কোনো উপায়ে অই ধর্ষককে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবেন। সেই লক্ষ্যে লন্ডনে ছুটে যান তিনি। সেখানের অলি-গলি, পথ-ঘাট সর্বত্র খুঁজতে থাকেন ওই রাজাকারকে। এ ঘটনা অভিনেত্রীর বাস্তব জীবনের নয়। ‘বেঈমান’ নামের একটি সিনেমায় দেখা যাবে এমন দৃশ্য। যেখানে ববি অভিনয় করেছেন ‘নেহা’ চরিত্রে।
এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়ামিন হক ববি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানে দুটি সিনেমার শুটিং করতে গিয়েছেন গত মাসের শেষের দিকে। এরই মধ্যে ‘বেঈমান’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এটি শেষ হলেই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’ নামের আরেকটি সিনেমার কাজ। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া।
‘নাইট ইন লন্ডন’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে ববিকে। এ প্রসঙ্গে লন্ডন থেকে এ অভিনেত্রী বলেন, ‘আমার খুবই পছন্দের দুটি চরিত্রে অভিনয় করছি। শুরুতে এ দুটি সিনেমার প্রস্তাব পেয়ে রাজি হই। এখন কাজ করছি। আসলে এ ধরনের চরিত্রে কাজ করছি ভেবে ভালো লাগছে। আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমা দুটি দর্শক পছন্দ করবেন’।
এদিকে গত সপ্তাহে বাংলাদেশে অবস্থানকালীন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এ চিত্রনায়িকা। সেজন্য লন্ডনে শুটিং চালিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। তিনি জানান, ‘অসুস্থ হলেও লন্ডনের বিচিত্র লোকেশন দেখে মন ভরে যাচ্ছে আমার।’
এনবিএস/ওডে/সি