ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

নাগোরনো-কারাবাখ সংঘর্ষে ২ আজারি সৈন্যসহ নিহত ৫


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

নাগোরনো-কারাবাখ সংঘর্ষে ২ আজারি সৈন্যসহ নিহত ৫

 নাগোরনো-কারাবাখ সংঘর্ষে ২ আজারি সৈন্যসহ নিহত ৫

বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চরে আজারবাইজানি সৈন্য ও জাতিগত আর্মেনিয়ানদের মধ্যে গুলি বিনিময়ে অন্তত ৫ জন নিহত হয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, অঞ্চলটির প্রধান শহর থেকে আসা একটি গাড়ির বহরে অস্ত্রবহনের সন্দেহে তাদের সেনারা বহরটিকে থামানোর পর সেখান থেকে নিক্ষিপ্ত গুলিতে তাদের ২ সেনা নিহত হয়েছে। তারা জানায় যে, বহরটি অনানুমোদিত বাস্তা দিয়ে যাচ্ছিল।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, কারাবাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা নিহত হয়েছে। বহরটিতে দলিল ও একটি পিস্তল ছিল। তাতে অস্ত্র বহনের আজারবাইজানের অভিযোগ আর্মেনিয়া নাকচ করে দিয়ে বলেছে যে, এ অভিযোগ ভিত্তিহীন।

আর্মেনিয়া দাবি করে যে, ঘটনার ব্যাপারে আজারবাইজানের বক্তব্য “উস্কানিমূলক এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশে আগে থেকেই এর পরিকল্পনা করা হয়েছিল।”

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ে স্বাধীনতা লাভের পর বিগত ৩০ বছরে দুইটি যুদ্ধে জড়িয়ে পড়ে। আর্মেনিয়ার ভূখন্ড নাগরনো-কারাবাখ বিরোধ নিয়ে এসব সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়। অঞ্চলটি আজারবাইনের কিন্তু বাসিন্দাদের বেশিরভাগই জাতিগত আর্মেনীয়। ২০২০ সালের যুদ্ধে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়। এ যুদ্ধে  আজারবাইজান কিছু অঞ্চল থেকে আর্মেনিয়ার বাহিনীকে হটিয়ে দিয়েছে। বহু দশক ধরে আর্মেনিয়া অঞ্চলটি দখল করে রেখেছিল।

গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আজারবাইজানের পরিবেশ কর্মীরা অবৈধ খনিজ সম্পদ আহরণ বন্ধের জন্য কেবল আর্মেনিয়া ও লাচিন করিডোরের সাথে সংযুক্ত রাস্তা ছাড়া অন্য সব রাস্তা বন্ধ করে দেয়। আর্মেনিয়া অবশ্য এ পদক্ষেপকে সেখানে আজারবাইজানের অবরোধ আরোপের চেষ্ট বলে দোষারোপ করেছে। আর্মেনিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা রোববারের গুলিবিনিময়ের ঘটনাকে “আজারবাইজানের সৈন্যদের নাশকতা সৃষ্টিকারী একটি গ্রুপের কাজ বলে অভিযোগ করে বলেছে যে তারা পুলিশের পাসপোর্ট ও ভিসা বিভাগের একটি গাড়িতে গুলি চালিয়েছে।”

এনবিএস/ওডে/সি