ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাথাড়ি গুলি : নিহত ২, আহত ১৩


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাথাড়ি গুলি : নিহত ২, আহত ১৩

 যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাথাড়ি গুলি : নিহত ২, আহত ১৩
যুক্তরাষ্ট্রের শিকাগোয় রাতভর চলা একটি পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন ৭ জনের অবস্থা আশংকাজনক। গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। স্থানীয় সময় রোববার (৫, মার্চ) ভোরে বন্দুকধারীর এ হামলা চালায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পার্টিতে অংশ নেওয়া লোকদের মধ্যে বাকবিতণ্ডার জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, শিকাগোর সাউথ সাইড লোকালয়ে রাতভর চলছিল পার্টি। পার্টিতে অন্তত ১০০ কিশোর-কিশোরী অংশ নিয়েছিলেন। সেখানেই ভোর পৌনে ৫টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু হামলার সঙ্গে ঠিক কতজন জড়িত ছিলো তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তাবাহিনী। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

এনবিএস/ওডে/সি