এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৩, ০৭:০৩ পিএম
বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত
লানের এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। স্থানীয় সময় সোমবার সকালে পুলিশ ভ্যানে এই হামলা হয়। আহতদের ডিভিশনাল হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কাছির সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট (এসএসপি) মাহমুদ নোতেজাই জানান, বোলানের কামব্রি ব্রিজ এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে একে আত্মঘাতী হামলা মনে হচ্ছে বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সঠিক কারণ তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।
আহতদের প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও তাদের কোয়েটায় নেওয়ার জন্য ইতোমধ্যেই বোলানে সরকারি একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেনজো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আহত পুলিশে সদস্যদের চিকিৎসার জন্য কোয়েটার বিভিন্ন হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
আত্মঘাতী এই হামলায় যারা মারা গেছেন, তারা বেলুচিস্তান প্রাদেশিক পুলিশ বাহিনীর বিশেষ বিভাগ বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। পুলিশের এই বিভাগের সদস্যরা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারাগারসহ স্পর্শকাতর বিভিন্ন এলাকায় নিরাপত্তাসেবা প্রদান করে।
পুলিশ সুপার নোতেজাই বলেছেন, সিবি থেকে কোয়েটায় ফেরার পথে ক্যামব্রি সেতুতে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির সদস্যদের বহনকারী গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাছাকাছি এলাকায় বিস্ফোরণ ঘটে। তার দেওয়া তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে। তবে তদন্তের পরে হামলার সঠিক ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এসএসপি মাহমুদ বলেন, হামলাকারী একটি মোটরবাইকে করে এসে বিস্ফোরণ ঘটায়। তিনি আরও জানান, হামলার পর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া বিস্ফোরণের পর এলাকাটি ঘেরাও করে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে বেলুচ নৃগোষ্ঠীর গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজসম্পদ শোষণের অভিযোগ এনে এই লড়াইয়ের দাবি তাদের।
এনবিএস/ওডে/সি