ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

জয়ের সঙ্গে শাকিবের ভিডিও কল : যা বললেন বুবলী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

জয়ের সঙ্গে শাকিবের ভিডিও কল : যা বললেন বুবলী

 জয়ের সঙ্গে শাকিবের ভিডিও কল : যা বললেন বুবলী

দেশের বাইরে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খান। ৪ মার্চ সকালের ফ্লাইটে একটি অনুষ্ঠানে অংশ নিতে ওমানের মাস্কটে গিয়েছেন তিনি।

এদিনে বিমানবন্দরে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন এ অভিনেতাকে। আর ছেলের সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন তিনি। সেই কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়।

ভিডিওটি নজর কাড়ে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীরও। এরপর ভিডিওটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। এর পর বুবলী আরও লেখেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।

এদিকে বুবলীর এই পোস্ট ইতিবাচক হিসেবে নিয়েছেন অধিকাংশ নেটিজেন। মন্তব্যের ঘরে প্রশংসাও করেছেন অনেকে। আবার অনেকে বুবলীর এই পোষ্টকে উদ্দেশ্যমূলক বলছেন। তারা বলছেন, তবে কি বীরের প্রতি শাকিবের ভালোবাসায় ঘাটতি রয়েছে?

এনবিএস/ওডে/সি