এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ মে, ২০২২, ০১:০৫ পিএম
মুম্বাইকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা
আইপিএলে গুরুত্বপূর্ণ খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও কয়েকটি শর্তের উপর ঝুলে আছে কলকাতার প্লে-অফ ভাগ্য। সেক্ষেত্রে নিজেদের শেষ দুই খেলায় অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদ ও লাখনৌ সুপার জায়ান্টাসে বিপক্ষে জিততে হবে কলকাতাকে। ম্যাচ হারলেও মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুম্বাইয়ের বুমরাহ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪ ওভারে ৩ উইকেটে ১৩৬ রান করে রানের পাহাড় গড়ার ইঙ্গিগ দিয়েছিল কলকাতার ব্যাটাররা। তবে বুমড়ার ঝড়ে শেষ ৬ ওভারে ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে কলকাতার ইনিংস থামে ১৬৫ রানে।
জবাবে ব্যাটিংয়ে নেমে কিছুটা দৃঢ় গতিতে রান তুলতে থাকা মুম্বাই প্রথম ১০ ওভারে ২ উইকেটে করে ৬৬ রান। ৪ উইকেটে একশোর কোটা পার হওয়া রোহিত শর্মার দল শেষ ২১ বলে ৬ উইকেট হারালে ১৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৩৩ রানে।