এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করলেন পপতারকা
১৯৯২ সালে সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের কর্তা ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়ানো ইতিহাস আছে বলিউড কিং শাহরুখ খান। অনেক সময় অকারণেই উত্তেজিত হয়ে মাথাগরম করে ফেলেছেন অভিনেতা। সম্প্রতি তেমনই একটি বিতর্কিত ঘটনা প্রকাশে আসে।
শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমেরিকার অভিনেত্রী এবং পপসঙ্গীতের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ। তার অভিযোগ, ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ অভিনেতার দলের সদস্যরা তার ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করেছেন।
২০১৩ সালে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জেনিফারের। তবে তার ‘অতিরিক্ত’ চাহিদা পূরণ করা সম্ভব হয়নি আয়োজকদের পক্ষে। শেষে জেনিফার বাদ পড়েন অনুষ্ঠান থেকে। তার পরিবর্তে উদ্বোধনী অনুষ্ঠানে শেষ মুহূর্তে পারফর্ম করেন র্যাপার পিটবুল।
কী কী শর্ত ছিল জেনিফারের? শুনলে চমকে উঠবে সাধারণ মানুষ। চাহিদার তালিকায় ছিল ব্যক্তিগত বিমান, গায়িকার বিশাল দলের জন্য হোটেলের ঘর, তার নিজস্ব সজ্জাশিল্পী, সহকারীবৃন্দ এবং ব্যক্তিগত রাঁধুনি। জেনিফারের ম্যানেজারের পক্ষ থেকে সেই সব আকাশছোয়া দাবি এসেছিল, যা আয়োজকদের পক্ষে মেটানো সম্ভব হয়নি।
যদিও গায়িকার মুখপাত্র জানান, তার কাজকর্মের প্রবল ব্যস্ততা এবং অন্যান্য দায়বদ্ধতার জন্যই তিনি ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি! এ দিকে জেনিফারের ম্যানেজার শাহরুখের টিমকেই অভিযুক্ত করেছিলেন গায়িকার বিরুদ্ধে অসত্য দাবি করে তার সম্মান নষ্ট করায়।
আমেরিকার সংবাদমাধ্যমে এ খবর ফাস হয়ে পরেই বিপত্তি। তবে, সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক বলেন, নিশ্চিত করে বলতে পারি, আমাদের দিক থেকে কোনও খবর ফাঁস করা হয়নি। আইপিএল খেলোয়াড়রাও এই চুক্তির বিষয়ে জানতেন। তাদের কাছে জানতে চাওয়া উচিত।
কেন বিশেষ বিশেষ তথ্য আমেরিকান সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে, তা জানতে চেয়ে জেনিফারের ম্যানেজার একটি কড়া মেল পাঠিয়েছেন সেই সংস্থাকে। তবে লাভের লাভ কিছু হয়নি।
এনবিএস/ওডে/সি