এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
আমার কাছে শিং মাছের ঝোল খেতে চেয়েছিল: অপু বিশ্বাস
৬ মার্চ বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজে অঙ্গনে নেমেছ শোকের ছায়া। সামাজিক মাধ্যমে তারকাদের অনেকেই শোক প্রকাশ করেছেন। কেউ কেউ করেছেন স্মৃতিচারণ। তেমনি অভিনেত্রী অপু বিশ্বাসও প্রয়াত এই নৃত্যশিল্পীকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
তিনি লিখেছেন, এই মানুষটাকে আমি দাদা বলে ডাকতাম। কলকাতায় চিকিৎসাকালীন আমাকে বলেছিল, শিং মাছের তরকারির ঝোল খেতে চাই। আমি যেভাবে পারি, দিয়েছিলাম। খুব মনে পড়ছে দাদা। মা নেই, তুমি নেই- কি বলব জানি না। ওপারে ভালো থেকো।
প্রসঙ্গত, মাসুম বাবুলের নৃত্য পরিচালনায় শাবানা থেকে শাবনূরসহ কয়েক প্রজন্মের নায়ক-নায়িকা কাজ করেছেন। ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বার এই সম্মাননা পান।
এনবিএস/ওডে/সি