ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

অধ্যাপক ক্যাটাগরিতে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের জয়লাভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

অধ্যাপক ক্যাটাগরিতে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের জয়লাভ

 অধ্যাপক ক্যাটাগরিতে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের জয়লাভ

 দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে চার শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নির্বাচন। ভোট গণনা শেষে বেলা ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার কেএম নুর আহমদ।

চার ক্যাটাগরির মধ্যে অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রার্থী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

বাকি তিন ক্যাটাগরিতে আওয়ামীপন্থি ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন-সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে অর্থনীতি বিভাগের ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী। সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে বাংলা বিভাগের মোহাম্মদ আলী এবং প্রভাষক ক্যাটাগরিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক মো. মোয়াজ্জেম হোসাইন।

নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দলের বাইরে বিএনপিপন্থি শিক্ষকদের আরেকটি সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অংশগ্রহণ করলেও কোনো প্রার্থীই নির্বাচনে জয়লাভ করেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট-১৯৭৩ এর ২৫ (১) (বি) ও ২৫ (২) ধারা এবং স্ট্যাটিউট অনুসারে আগামী ২ বছর সিন্ডিকেট সদস্যের দায়িত্ব পালন করবেন নির্বাচিত সদস্যরা।

এদিকে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দিলেও ডিন ও প্রভোস্ট ক্যাটাগরিতে নির্বাচন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ শিক্ষকরা। এছাড়া দীর্ঘদিন সিন্ডিকেটে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি ও সিনেট কতৃক মনোনীত একজন বিশিষ্ট নাগরিকের পদটি শূন্য রয়েছে।

এনবিএস/ওডে/সি