ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে হয়ে গেল ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে হয়ে গেল ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’

 তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে হয়ে গেল ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’

গান, কবিতা আর তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে হয়ে গেল চ্যানেল আইয়ের আয়োজনে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠান। দেশের অর্ধশতাধিক চিত্রশিল্পীকে নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’।  টানা ১৬ বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতো ২৬ মার্চ স্বাধীনতা দিবসে। এবারই প্রথম৷ ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি   স্মরণ অনুষ্ঠিত হলো 'রংতুলিতে মুক্তিযুদ্ধ'।  

মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে শিল্পী হাশেম খানের তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে উদ্বোধন করা হয় ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। এরপর মঞ্চে পরিবেশন করা হয় ‘ও আমার দেশের মাটি’ গানটি। গান পরিবেশন করেন  বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার শিক্ষার্থীরা। উপস্থাপনা করেছেন আফজাল হোসেন।

‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’–এই আয়োজনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থিত ছিলেন রফিকুন নবী এবং নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, নতুন একটি শিশুর জন্ম হলে আমরা যেমন আনন্দ পাই, সে রকমই এখানে আজ অনেক নতুন ছবির জন্ম হচ্ছে। আনন্দ পাচ্ছি। ৭ মার্চকে স্মরণ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন।

শিল্পী রফিকুন নবী ক্যানভাসে এঁকেছেন একটি কাক ও সূর্যের ছবি। ছবির ব্যাখ্যা দিয়ে শিল্পী বলেন, ‘কাক কিন্তু দুই রকম আছে, ভালো কাক ও চতুর কাক। আমি কাককে আমাদের সামাজিক যত রকমের অবক্ষয় থেকে শুরু করে সবকিছুর প্রতীক হিসেবে কাক ব্যবহার করি। সূর্যটিও আরেকটি প্রতীক।’

শিল্পী হাশেম খান বলেন,  ছবি আঁকা  একটি শিশু ছোটবেলা থেকেই  সুনাগরিক হয়ে ওঠে। একটি পরিকল্পিত জীবন ছবি আঁকার মধ্য দিয়ে অর্জন করতে পারে। সুন্দর জিনিস সৃষ্টি করতে পারে।

নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি  বলেন, আমি সেই সব সৌভাগ্যবান মানুষদের একজন যে ৭ মার্চের  ঐতিহাসিক  ভাষনের সময়ে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। সেদিন আমাদের যে অভিজ্ঞতা, সেটি কখনই ভোলার নয়। লাখো মানুষের সমাবেশ, চতুর্দিক থেকে মিছিল আসছে। গন্তব্য একটাই—রেসকোর্স ময়দান। বঙ্গবন্ধু এলেন, তাঁর সেই দৃপ্ত উচ্চারণ, সেই উচ্চারণের মধ্য দিয়ে যেই বার্তা আমরা পেলাম, তা মুক্তিযুদ্ধের বার্তা। সেদিনই সেই বার্তাকে হৃদয়ে ধারণ করে জাতি এক মহাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হলো।

এনবিএস/ওডে/সি