এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত তাসরিফ খান
'কুঁড়েঘর' ব্যান্ডের তরুণ গায়ক তাসরিফ খান শারীরিক অসুস্থতায় ভুগছেন । তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত । ফলে তার মুখের এক পাশ কিছুটা বাঁকা হয়ে গেছে। সোমবার (৬ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এ তথ্য জানা যায়। আপাতত চিকিৎসা নিচ্ছেন এই তরুণ গায়ক।
সবার কাছে দোয়া চেয়ে তার সেই স্ট্যাটাসে তিনি বলেন, হঠাৎ করেই আমি 'ফেসিয়াল প্যারালাইসিস' রোগে আক্রান্ত হয়েছি। এই রোগে অনেক সময় মুখের এক পাশ বাঁকা হয়ে যায়। আমার মুখ এখনো বড় রকমের বাকা হয়নি তবে এখন যে অবস্থায় আছি এটা খুব নরমাল কোনো অবস্থা না।
গণমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে কবে আবার গান-বাজনায় ফিরতে পারব বলতে পারছি না।
ডাক্তার জানিয়েছেন, এ রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক, কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।
উল্লেখ্য, গান-বাজনার পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ করেন তাসরিফ। গত বছর সিলেটের বন্যাদুর্গত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ খান। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তরুণ এই গায়ক।
এনবিএস/ওডে/সি