ঢাকা, শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

৭৫ মিলিয়ন ইউরো ব্যয়ে আরলিং হোলান্ডকে পেল ম্যানসিটি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১০ মে, ২০২২, ০১:০৫ পিএম

৭৫ মিলিয়ন ইউরো ব্যয়ে আরলিং হোলান্ডকে পেল ম্যানসিটি

৭৫ মিলিয়ন ইউরো ব্যয়ে আরলিং হোলান্ডকে পেল ম্যানসিটি


প্রায় বছরখানেক যাবৎ ফুটবল বিশ্বে আলোচনায় উপরের দিকে ছিল আরলিং হোলান্ডের দলবদলের বিষয়টি। বৃটেনের সংবাদমাধ্যম দ্যা আথলেটিকো দাবি করেছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইনের মত ক্লাবগুলো থেকে প্রস্তাব থাকার পরও ম্যানচেস্টার সিটিতেই পাড়ি জমিয়েছেন হোলান্ড। 

ডর্টমুন্ডের এই উদিয়মান তারকাকে দলে পেতে জার্মান ক্লাবটির বেঁধে দেওয়া রিলিজ ক্লজ বাবদ ৭৫ ইউরো ব্যয় করে নরওয়েজিয়ান এই ফুটবলারকে দলে ভেড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

এর আগে ২০২০ সালে আরেক জার্মান ক্লাব সালজবার্গ থেকে ২০ মিলিয়ন ইউরোতে হোলান্ডকে দলে নিয়েছিল ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে আসার পর ডর্টমুন্ডের জার্সি গায়ে ৮৮ খেলায় ৮৫ গোল করেন এই উদিয়মান গোল মেশিন।