এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মে, ২০২২, ১১:০৫ এএম
মেট্রোয় আগুন আতঙ্ক! রেক থেকে ধোঁয়া বেরোতে দেখে দিশাহারা যাত্রীরা, ব্যাহত পরিষেবা
সকাল সকাল কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক (Kolkata Metro)। সূত্রের খবর, হঠাৎই মেট্রোর রেক থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা মেট্রোরেলের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
সূত্রের খবর, বুধবার সকালে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল ওই মেট্রো। ময়দান স্টেশনে যখন মেট্রোটি দাঁড়িয়েছে তখন হঠাৎ দেখা যায় রেক থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রো স্টেশনের মাঝে হইচই পড়ে যায়। চালককে খবর দেওয়া হয়। তিনি প্ল্যাটফর্মেই মেট্রো থামিয়ে দেন, যাত্রীরা নেমে আসেন। খবর পেয়ে ছুটে আসেন মেট্রোর আধিকারিকরা।
ঠিক কী কারণে ওই রেক থেকে ধোঁয়া বেরিয়েছে, আগুন লেগেছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। কারণ খতিয়ে দেখতে বেশ কিছুক্ষণ ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। ফলে কাজের দিনে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে