ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভার্জিনিয়ার শিক্ষককে গুলি করার ঘটনায় ছয় বছরের শিশুকে অব্যাহতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

ভার্জিনিয়ার শিক্ষককে গুলি করার ঘটনায় ছয় বছরের শিশুকে অব্যাহতি

 ভার্জিনিয়ার শিক্ষককে গুলি করার ঘটনায় ছয় বছরের শিশুকে অব্যাহতি

 যুক্তরাষ্ট্রের প্রাথমিক একটি বিদ্যালয়ের শিক্ষিকা আবিগালি জোয়ের্নারকে (২৫) গুলি করার দায় থেকে এই শিশুকে অব্যাহততি দেওয়ার কথা জানিয়েছেন কৌসুলি।

একটি স্থানীয় সংবাদ মাধ্যম ও পুলিশ বলছে, ৬ জানুয়ারি রিকনেক এলিমেন্টারি স্কুলের এই ঘটনাটির সময়  শিশুটির ব্যাগপ্যাকে অস্ত্রটি পাওয়া যায়। এসময় আবিগালির বুকে গুলিটি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে যান।

বুধবার নিউপোর্ট নিউজ কমনওয়েলথের অ্যাটর্নি হোয়ার্ড গাইন এনবিসিকে জানান, ছয় বছরের এই শিশুটিকে বিচারের মুখোমুখি দাড় করানো বেশ জটিল একটা বিষয়। শিশুটির পক্ষে আমাদের বিচার প্রক্রিয়া উপলব্ধি করাও সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা তাড়াহুড়ো করছিনা বরং এর পেছনের মূল কোনো ব্যাক্তি আছে কিনা তা খুঁজতে তদন্ত চলছে। হামলার শিকার জোয়ের্নার এরইমধ্যে একটি মামলাও দায়ের করছেন। পুলিশ জানিয়েছে, তার বুকের উপরের অংশে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তবে বহনকৃত অস্ত্রটির মালিকানা শিশুটির মায়ের বলে জানিয়েছে পুলিশ।  

এনবিএস/ওডে/সি