এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন গ্রেপ্তার
বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) জানিয়েছে তাকে আদালতের মুখোমুখি দাড় করানো হবে। মালেয়শিয়ার অর্থনীতি পুনরুদ্ধার সংক্রান্ত একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে তাকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অভিযোগে বলা হয়, ৭৫ বছর বয়সী মুহিউদ্দিন একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তার রাজনৈতিক দল বারসাতো পার্টির জন্য টাকা হাতিয়ে নেন। এসময় কোভিড মহামারি প্রতিরোধে সরকারের নেওয়া প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কাছে থেকে এই অর্থ আদায় করেন বলে জানায় দুর্নীতি দমন কমিশন।
মুহিউদ্দিন ছাড়াও দলটির আরও দুজনের বিরুদ্ধে একই অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি। সংস্থাটির প্রধান আজম বাকী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেন, শুক্রবার সাবেক এই প্রধানমন্ত্রীকে আদালতে হাজির করা হবে।
গ্রেপ্তারের সময় দলীয় নেতা কর্মীরা তাকে ঘিরে রাখে। এসময় তারা প্রতিক্রিয়ায় জানান, অভিযোগটি ভিত্তিহীন ও সরকারের চক্রান্ত।
এর আগে ২০১৮ সালের এক ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে জোট গঠন করে তার দল। পরে ২০২০ সালের মার্চে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন।
২০২১ সালের নভেম্বরে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে তার জোট নির্বাচনে হেরে গেলে তিনি দায়িত্ব থেকে সরে দাড়ান।
আনোয়ার অবশ্য জয়লাভের পর কোভিডের সময় সাবেক সরকারের ত্রাণ বিষয়ক দুর্নীতির অনুসন্ধান করে এসবের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছিলেন।
এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও আনোয়ারের সতীর্থ এবং মুহিউদ্দিনের রাজনৈতিক গুরু নাজিব রাজ্জাক প্রথম দুর্নীতির দায়ে জেল খাটেন।
এনবিএস/ওডে/সি