ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘পাঠান’ সিনেমায় অভিনয় করতে চান জায়েদ খান!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

‘পাঠান’ সিনেমায় অভিনয় করতে চান জায়েদ খান!

 ‘পাঠান’ সিনেমায় অভিনয় করতে চান জায়েদ খান!

বলিউড ছবি ‘পাঠান’ মুক্তির পর থেকেই বাংলাদেশে মুক্তির চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে চলচ্চিত্রের ১৯টি সংগঠন সম্মত হলেও কিছু শিল্পী ও কলাকুশলিরা হিন্দী-উর্দূ ভাষার সিনেমা দেশে আনতে নারাজ। তাদেরই একজন জায়েদ খান। ‘পাঠান’ সিনেমা আমদানির পরিবর্তে দেশের অভিনেতাদের নিয়ে পাঠানের মতো ছবি তৈরি করতে প্রযোজক ও প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে এ আহবান জানান এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশে পাঠান আনার কী প্রয়োজন? তার চেয়ে আমাকে বা আমাদেরকে পাঠানের মতো তৈরি করুন। আমাদের দিয়ে পাঠানের মতো ছবি বানান।’

তিনি বলেন, দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই ১০০ কোটির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না। দেশীয় সংস্কৃতির বিকাশে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে না আসে।

জায়েদ আরো বলেন, ‘আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হলো সে ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করুন।’ সিনেমা হল প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে হল নামে যেসব গোডাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন। দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে।

এনবিএস/ওডে/সি