ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

মারা গেছেন খ্যাতিমান চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

মারা গেছেন খ্যাতিমান চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু

 মারা গেছেন খ্যাতিমান চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু

শুক্রবার (১০ মার্চ) ভোর ছয়টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত চিত্রগ্রাহক, প্রযোজক ও পরিচালক জেডএইচ মিন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমে জানিয়েছেন চিত্রগ্রাহক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু।

জানা যায়, প্রায় তিন মাস আগে স্ট্রোক করেছিলেন মিন্টু। সর্বশেষ তিনি রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তার ব্রেন টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সফলভাবে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে তার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রেডিওথেরাপি নেওয়ার মত শারীরিক অবস্থা না থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে গত রোববার বাসায় নেয়া হয়।

জেডএইচ মিন্টু ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক হিসেবে নৈপুণ্য প্রদর্শন করেন। রায়হান মুজিব পরিচালিত ‘আত্ম অহংকার’ এবং আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ সিনেমা দুটির প্রযোজনা করেছিলেন তিনি।

‘পোস্ট মাস্টার-৭১’ সিনেমার জন্য জেডএইচ মিন্টু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সর্বশেষ তিনি অনুদানের অর্থ সহযোগিতায় ‘ক্ষমা নেই’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ফেরদৌস ও অর্চিতা স্পর্শিয়া তারকায়িত এই ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

দুই বাংলার বরেণ্য চলচ্চিত্র চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে জেডএইচ মিন্টুর চলচ্চিত্রে হাতেখড়ি। পরবর্তীতে বরেণ্য চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু ও মাহফুজুর রহমানের সঙ্গে দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করেন বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সাবেক এই সহ সভাপতি।

এনবিএস/ওডে/সি