ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

মেডিকেলে চান্স পেলো ভ্যান চালকের ছেলে এমরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৩, ০৯:০৩ পিএম

মেডিকেলে চান্স পেলো ভ্যান চালকের ছেলে এমরান

 মেডিকেলে চান্স পেলো ভ্যান চালকের ছেলে এমরান

মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার চান্স পেয়েছে মো. এমরান হোসেন। সে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের মিয়া পাড়া এলাকার ভ্যান চালক মো. ইউছুফ এর ছেলে। ইউছুফ একটি ডিস্ট্রিবিউটর কোম্পানির ভ্যান চালক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় স্কুল শিক্ষক মো. ইফতেখার মাহমুদ বলেন, এমরান খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে মেডিকেলে ভর্তির জন্য কোন কোচিং অথবা কারো কাছে প্রাইভেট পড়েনি। সম্পূর্ণ নিজের মেধা ও প্রজ্ঞায় এমরান মেডিকেলে পড়ার চান্স পেয়েছে। তার বাবা  একজন ভ্যানচালক। এলাকায় তারা খুবই সাদাসিধে জীবন যাপন করেন। পরিবারে সে একমাত্র ছেলে। তার আরও ৪ বোন রয়েছে। তাদের পরিবারে খুব অস্বচ্ছতা বিরাজ করছে।

তিনি আরও বলেন, এমরান উপজেলার হাজির হাট সরকারি মিল্লাত একাডেমি ও লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ পেয়েছে। সে কখনো ঢাকায় যায়নি। এই প্রথম ঢাকায় গিয়ে মেডিকেলে পরীক্ষা দিয়ে মেধার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে। সে কমলনগর তথা আমাদের গর্ব।  উপজেলায় সে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এমরান মেডিকেলে চান্স পাওয়ায়  এলাকায় আনন্দ বিরাজ করছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, এমরান হচ্ছে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের মডেল, আইকন ও অনুপ্রেরণা। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ায় এমরানকে অভিনন্দন ও শুভেচ্ছা।

এছাড়াও তার মেডিকেলে পড়তে সবসময় উপজেলা  প্রশাসনের সহযোগিতা থাকবে। তিনি এমরানের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলতা কামনা করেন। এমরান সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে মেডিকেলে ভর্তি পরিক্ষায় ৪৭৯তম স্থান অর্জন করেন।

এনবিএস/ওডে/সি