ঢাকা, বুধবার, অক্টোবর ৯, ২০২৪ | ২৩ আশ্বিন ১৪৩১
Logo
logo

চীনের প্রতিরক্ষামন্ত্রী হলেন মার্কিন নিষেধাজ্ঞার শিকার জেনারেল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

চীনের প্রতিরক্ষামন্ত্রী হলেন মার্কিন নিষেধাজ্ঞার শিকার জেনারেল

চীনের প্রতিরক্ষামন্ত্রী হলেন মার্কিন নিষেধাজ্ঞার শিকার জেনারেল

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস জেনারেল লি শাংফুকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।

রাশিয়ার সঙ্গে চীনের সামরিক সম্পর্ককে কেন্দ্র করে এই জেনারেলের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া জেনারেল শাংফু চীনের সামরিক উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের টানাপড়েনের বিষয়টি দেখভাল করবেন।

২০১৮ সালে আমেরিকা চীনের জেনারেল শাংফুকে নিষেধাজ্ঞার আওতায় আনে এবং কালো তালিকাভুক্ত করে। রাশিয়ার কাছ থেকে এসইউ-থার্টি ফাইভ জঙ্গিবিমান এবং এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে জেনারেল শাংফু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৫৮ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে লি শাংফুর জন্ম। একটি সামরিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করার পর তিনি সামরিক বাহিনীতে এরইমধ্যে তিন দশক পার করেছেন। ২০০০ সালের দিকে চীনের প্রথম চন্দ্রযান চেইঞ্জ-২ এবং স্যাটেলাইট মিসাইল টেস্টের নেতৃত্ব দেন তিনি।
খরব পার্সটুডে/এনবিএস/২০২৩/একে