এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
লিবিয়ার উত্তর উপকূলে নৌকাডুবি নিখোঁজ ৩০, ১৭ জনকে উদ্ধার
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। লিবিয়ার বেনগাজি শহরের উত্তরে সাগরের মাঝামাঝি এলাকায় ডুবে যাওয়া নৌকাটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্টগার্ড এখবর জানিয়েছে।
উপকুল রক্ষীরা জানান, খারাপ আবহাওয়ায় পড়ে লিবিয়া থেকে আসা নৌযানটি সাগরের মাঝ বরাবর ডুবে যায়। বাণিজ্যিক জাহাজ ও বিমানের সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।
এর আগে রোববার মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান নামক স্বেচ্ছসেবি সংস্থা জানায়, লিবিয়া থেকে ইতালি অভিমুখে আসার পথে একটি নৌকা বেনগাজির ১১০ মাইল উত্তরপশ্চিমে সাগরে ডুবে গেছে। আরেক স্বেচ্ছাসেবি সংস্থা এলার্ম ফোন অভিবাসীবাহী নৌকাটি বিপদে পড়েছে বলে একটি বার্তা পান। এরপর এক টুইটে এলার্ম ফোন জানায়, দ্রুত তাদের উদ্ধার করা প্রয়োজন।
বাণিজ্যিক জাহাজ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ করতে ব্যর্থ হয়। লিবিয়া সরকার এ ব্যাপারে সহায়তা করতে ইতালির প্রতি আহ্বান জানায়, কারণ উদ্ধার করার মতো সরঞ্জাম তাদের হাতে নেই। ইতালি বানিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার কাজ চালানোর অনুরোধ জানায় কারণ এলাকাটি ইতালির অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে বাইরে অবস্থিত।
ভূমধ্যসাগরের উদ্ধার মিশনের প্রধান লুকা ক্যাসারিনি রয়টার্সকে বলেন, সেখানে চারটি বানিজ্যিক জাহাজ উদ্ধার কাজ করছে।
গত ২৬ ফেব্রুয়ারি ইতালির দক্ষিনে কালাব্রাতে জাহাজ ডুবির ঘটনায় অন্তত ৭৯ জন অভিবাসী প্রত্যাশী নিহত হন। এতে ইতালির উদ্ধার ক্ষমতা নিয়ে প্রশ্নের উদ্রেক করেছে। যথাসময়ে উদ্ধার কাজ না করার জন্য দেশটির কঠোর সমালোচনা করা হয়েছে। তবে গত শনিবার ইতালির উপকূল রক্ষীরা একই এলাকা থেকে ১৬০০ বেশি বিপন্ন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়া সিসিলি থেকে আরো ২০০ জনকে উদ্ধার করা হয়।
এনবিএস/ওডে/সি