ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতের যে সিনেমা পেল অস্কার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম

ভারতের যে সিনেমা পেল অস্কার

 ভারতের যে সিনেমা পেল অস্কার

সোমবার (১৩ মার্চ ) সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হয় ৯৫তম অস্কার পুরষ্কার। এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’। কার্তিকি গনসালভেস পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন গুনীত মাঙ্গা।

এই বিভাগে মনোনীত ছিল ‘হালআউট, ‘দ্য মার্থা মিচেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ এবং ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার। ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ হল এই বিভাগে অস্কার জেতা প্রথম ভারতীয় সিনেমা। দক্ষিণ ভারতের মুদুমালাই ন্যাশনাল পার্ককে কেন্দ্র করে নির্মিত এটি। বন্য প্রাণীর প্রতি ভালোবাসা ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্র। এতে এক আদিবাসী দম্পতি বোম্যান ও বেলি, রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে। গত বছর নেটিফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্রটি।

অস্কার পাওয়ার পর গুনীত মাঙ্গা এক টুইটে লেখেন, ‘ভারতীয় প্রোডাকশন হিসেবে আমরা প্রথম অস্কার জিতেছি! দুই নারী মিলে এই কাজ করলেন! আমি এখনো কাঁপছি।’

এবছর ভারতের আলোচিত সিনেমা ‘আরআরআরন’-এর গান ‘নাটু নাটু’ও জিতেছে অস্কার। চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক এই আসরে ২৩ টি শাখায় দেয়া হয়েছে পুরস্কার। এবারের অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন জিমি কিমেল।

এনবিএস/ওডে/সি