ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মার্কিন সংবাদমাধ্যম চেনেনা দীপিকা পাড়ুকোনকে!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

মার্কিন সংবাদমাধ্যম চেনেনা দীপিকা পাড়ুকোনকে!

 মার্কিন সংবাদমাধ্যম চেনেনা দীপিকা পাড়ুকোনকে!

কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ এবং সম্প্রতি শেষ হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর এবার ৯৫তম অস্কারের মঞ্চে উপস্থাপকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। কালো পোশাকে যেন আটের দশকের হলিউড অভিনেত্রীর সাজে ধরা দিলেন এ নায়িকা।

অস্কারের মঞ্চে দীপিকা উঠতেই হাততালিতে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা। এ থেকে স্পষ্ট, ভারতের পাশাপাশি অন্যান্য দেশের মানুষের কাছেও জনপ্রিয় দীপিকা। কিন্তু দর্শকের হাততালি পড়লেও  মার্কিন সংবাদ সংস্থা এএফপি যেন দীপিকাকে চেনেইনা! সংস্থাটি দীপিকার একটি ছবি প্রকাশ করতেই জানা যায় বিষয়টি।

দীপিকার ছবিকে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের সঙ্গে মিলিয়ে ফেলেছে সংস্থাটি। ব্রাজিলিয়ান সেই মডেলের নামেই বলিউড নায়িকার ছবি প্রকাশ পায় মার্কিন সংবাদমাধ্যমে। ভুলটি বড় হলেও তা সংশোধন হয়নি।

এতে প্রশ্ন উঠেছে, ‘এতো বড় সংস্থা কি জানেনা, অস্কারের মঞ্চে কে উঠলো? ভারতের দীপিকা নাকি ব্রাজিলিয়ান ক্যামিলা?’ অনেকে আবার তাদের পেশাগত আচরণের অভাব বলেও মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে।

এনবিএস/ওডে/সি