ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

একটা সিনেমা হলেও করতে চান ফারিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম

একটা সিনেমা হলেও করতে চান ফারিয়া

 একটা সিনেমা হলেও করতে চান ফারিয়া

সম্প্রতি অনুষ্ঠিত হল দেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠান। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপ্তরা স্বভাবতই প্রশংসায় ভাসছেন। আর তা দেখে হিংসা হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিনের। সম্প্রতি সে কথা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি।

ফারিয়া লেখেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়া দেখে খুব হিংসা লাগলো। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেয়ার জন্য হলেও অন্তত একটা সিনেমা করতে চাই। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, একটু না হয় দেখি।’

এ আয়োজনে যারা পুরস্কৃত হয়েছেন, মজা করলেও তাদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি ‘অন্তরা’ খ্যাত এই অভিনেত্রী। তিনি লিখেছেন,‘ যারা পুরস্কৃত হয়েছেন, তারা কতো ভাগ্যবান। হিংসা লাগলেও যারা পেয়েছেন, তাদের জন্য শুভ কামনা।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে নাম লেখান ফারিয়া শাহরিন। সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি।

এনবিএস/ওডে/সি