এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
ভাগ্নিকে বিয়ে করেছিলেন সব্যসাচী চক্রবর্তী
সত্যজিৎ রায়ের ফেলুদা প্রসঙ্গ এলে সৌমিত্র রায়ের পরই আসে সব্যসাচী চক্রবর্তীর নাম। এ চরিত্রে বাঙালির মন জয় করেছেন তিনি। বলতে গেলে তাকে যতজন সব্যসাচী নামে চেনে, তার থেকেও বেশি চেনে ফেলুদা নামে। পরবর্তীতে টলিউডের বহু অভিনেতা এই চরিত্রে অভিনয় করলেও সব্যসাচীর মতো ফেলুদা কেউই হয়ে উঠতে পারেননি।
পাঁচ দশকের অভিনয় জীবনে সব্যসাচী চক্রবর্তী শুধু ফেলুদা নয়, বিভিন্ন চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। তার স্ত্রী মিঠু চক্রবর্তীও একজন দক্ষ অভিনেত্রী। তাদের দুই ছেলে গৌরব চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীও অভিনয়ের জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এমনকি গৌরব চক্রবর্তীর স্ত্রী ঋদ্ধিমাও টলিউডে অভিনয় করছেন বহুদিন ধরে। তবে অবাক করা বিষয় হলো মিঠু চক্রবর্তী সম্পর্কে স্ত্রী হওয়ার আগে সব্যসাচীর ভাগ্নি হতেন।
অভিনেতা শাশ্বত চ্যাটার্জি সঞ্চালিত ‘অপুর সংসার’ শোয়ে উপস্থিত হয়ে এ তথ্য জানিয়েছেন মিঠু চক্রবর্তী নিজেই। তিনি জানিয়েছেন, সব্যসাচীর খুব ভালো মনের মানুষ। তার মতো দ্বিতীয় মানুষ খুজে পাওয়া যায় না। তারা দুজন দুজনকে ছোট থেকেই চেনেন। বিয়ের আগে সব্যসাচীকে বেণু মামা বলে ডাকতেন মিঠু। কারণ মিঠুর মায়ের দূরসম্পর্কের ভাই হতেন সব্যসাচী। তবে তাদের বিয়েটাও দুই পরিবারের ইচ্ছাতেই হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এনবিএস/ওডে/সি